মৌলভীবাজার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার-৩ সদর আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন,জেলা পরিষদের প্রশাসক সাবেক হুইপ আজিজুর রহমান,জেলা প্রশাসক মো: তোফয়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রমুখ ।রোববার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্মৃতিস্তম্ভে শুরু হয় পুষ্পমাল্য অর্পন।তাছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা বিভিন্ন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করেন।
তাহমিদ/রেডিওপল্লীকণ্ঠ
নতুন মন্তব্য যুক্ত করুন